ফরয নামায এবং অন্যান্য দোয়াতে হাত তুলে মুনাজাত করা খাছ সুন্নাত

ফরয নামায এবং অন্যান্য দোয়াতে হাত তুলে মুনাজাত করা খাছ সুন্নাত


আমাদের দেশে বলতে গেলে ভারতীয় উপমহাদেশে পাঁচ ওয়াক্ত নামাযের পর দুআ-মুনাজাতের প্রচলন  দেখাযায় পাঁচওয়াক্ত ফরজ সালাত শেষে দুআ কবুল হওয়ার কথা বহু সহীহ হাদীস থেকেপ্রমাণিত তাহলেনিয়েবিতর্ককেন

ফরয নামায এবং অন্যান্য দোয়াতে হাত তুলে মুনাজাত করা খাছ সুন্নাত | এ ব্যাপারে কওলী এবং ফেলী অনেক হাদীস শরীফ আছে | এর কিছু দলীল পেশ করা হল — (১) হযরত আসওয়াদ আমেরী রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত , তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন, উনার পিতা বলেন — ” আমি হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে ফযর নামায পরলাম | যখন তিনি সালাম ফিরালেন ,ঘুরে বসলেন এবং উভয় হাত মুবারক উঠিয়ে দোয়া করলেন |দলীল — # ইবনে আবী শায়বা ২/৪৮৫ (২) হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , „ আমি হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উভয় হাত মুবারক উঠিয়ে দোয়া করতে দেখেছি |„ দলীল — # মুসলিম শরীফ ১/২৯# ফতহুল মুসলিম ২/৪৪২ (৩) হযরত উমর ইবনুব খত্তাব আলাইহিস সালাম হতে বর্ণিত , „ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দোয়া করার জন্যে হাত মুবারক উঠাতেন , তখন তা দ্বারা উনার চেহারা মুবারক না মুছে নামাতেন না |„ দলীল — #মেশকাত শরীফ ২১৩৯ # তিকমীযি শরীফ (৪) হযরত ইবনে ইয়াযিদ তাঁর পিতা হতে বর্ণনা করেন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন উনার হাত উঠিয়ে দোয়া করতেন, তখন হাত দ্বারা চেহারা মুছে নিতেন |„ (৫) হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত , তিনি বলেন — প্রশ্ন করা হলো – হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়ায় হাত উঠিয়েছেন কি ? উত্তর দেয়া হলো- হ্যাঁ |„ দলীল– # মুছান্নাফে আবী শায়বা ২/৪৮৬ এ ছাড়া সিয়া ছিত্তা সহ আরো অনেক সহীহ হাদীস শরীফ এর কিতাব , শরাহ্ , এবং ফতোয়ার কিতাব দ্বারা প্রমানিত ফরয নামায এর পর এবং অন্যান্য দোয়াতে দুই হাত তুলে মুনাজাত করা খাছ সুন্নাত |


Post a Comment

0 Comments